শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএল শুরুর আগেই রেকর্ড ঋদ্ধির

News Sundarban.com :
মার্চ ২৫, ২০১৮
news-image

আইপিএল শুরুর আগেই রেকর্ড গড়ে ফেললেন ঋদ্ধিমান সাহা। টি টোয়েন্টিতে দ্রততম শতরানের বিশ্বরেকর্ড গড়লেন বাংলার পাপালি।

শনিবার সিএবি পরিচালিত জেসি মুখার্জি টি টোয়েন্টি ট্রফিতে বিএনআরের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন মোহনবাগানের ঋদ্ধিমান সাহা। মাত্র ২০ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। কালীঘাট মাঠে ১৪টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে এই রেকর্ড গড়লেন ঋদ্ধি। বিএনআরের ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।

পরিসংখ্যান অনুয়ায়ী, টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের এই রেকর্ড এতদিন ছিল ক্রিস গেইলের। ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন বেঙ্গালোরের ক্রিস গেইস। গেইলকে পিছনে ফেলে এবার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বাংলার ঋদ্ধি। শুধু তাই নয় এক ওভারে ৬টি ছয়ও মেরেছেন পাপালি।