বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের গেরুয়া শিবিড়ে ধরল ফাটল

News Sundarban.com :
মার্চ ২৪, ২০১৮
news-image

রাজ্যের গেরুয়া শিবিড়ে ধরল ফাটল।মহিলা মোর্চা রাজ্য সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা শর্মার আচমকা পদত্যাগ ঘিরে দলের অন্দরে জল্পনা।মোর্চার সভানেত্রীর পরিবর্তে শুক্রবার দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে প্রিয়াঙ্কা দেবী  নিজের পদত্যাগ পত্র পাঠানোয়ে বিতর্ক। যদিও ওই চিঠিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রিয়াঙ্কাদেবী লেখেন যে বর্তমান পরিস্থিতিতে তাঁর পক্ষে মহিলা মোর্চার সহ-সভানেত্রী পদে থাকা সম্ভব হচ্ছে না৷ তাই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তবে তাঁর সিদ্ধান্ত কোনওভাবে দল ছেড়ে চলে যাওয়ার মতো নয়৷ তিনি বিজেপিতেই ছিলেন৷ বিজেপিতেই থাকবেন৷ বিজেপির হয়েই কাজ করবেন বলে ওই চিঠিতে তিনি স্পষ্ট করেদেন৷ কিন্তু তাঁর এই সিদ্ধান্তের কথা জানার পর শোরগোল পড়াটাই স্বাভাবিক৷ একই সঙ্গে প্রশ্নও উঠছে, কী এমন পরিস্থিতি তৈরি হল, যাতে তাঁকে পদ ছাড়তে হচ্ছে? বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, দলের মহিলা মোর্চার হোয়াটস অ্যাপ গ্রুপে সম্প্রতি পদাধিকারীদের নাম জানানো হয়৷ সেখানে প্রিয়ঙ্কাদেবীর নাম ছিল না৷ এতে তিনি যথেষ্ট ক্ষুব্ধ হন৷ তিনি এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করেন৷ আর তার পরই তাঁর পদত্যাগের বিষয়টি সামনে আসে৷ ফলে দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলেই অনেকে মনে করছেন৷
যদিও বিজেপির অন্য একটি সূত্রের দাবি, ঘটনার শিকড় আরও গভীরে৷ প্রিয়াঙ্কা টিবরেওয়ালের কাজকর্ম নিয়ে দীর্ঘদিন ধরে দলের ও মহিলা মোর্চার অন্দরে প্রশ্ন উঠছিল৷ এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে৷ ফলে ওই কেন্দ্রীয় কোনও কর্মসূচিতে যোগ দিলে তিনি সেখানে হাজির হয়ে যান৷ দলের নির্দেশ না থাকলেও তিনি চলে যান৷ যা নিয়ে বেশ কিছুদিন ধরে বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় ক্ষুব্ধ৷ তিনি এ নিয়ে প্রশ্নও করেছিলেন প্রিয়াঙ্কাকে৷ ফলে এই নিয়েই মনোমালিন্যের জেরেই এই পদত্যাগ বলে মনে করছেন কেউ কেউ৷ তবে এ বিষয়ে বিজেপির রাজ্যস্তরে কোনও নেতাই মুখ খুলতে নারাজ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে প্রিয়াঙ্কাদেবী পদত্যাগের চিঠি দলের মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়কে পাঠাননি৷ পাঠিয়েছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে৷ যদিও নিয়ম অনুযায়ী তাঁর ওই পদত্যাগপত্র পাঠানো উচিত ছিল মহিলা মোর্চার সভানেত্রীকেই৷ যা দেখে দলের এক নেতার বক্তব্য, ‘‘এবার আপনারা দুইয়ে দুইয়ে চার করে নিন৷’’