শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত বাসন্তী থানার সাত পুলিশ কর্মী

News Sundarban.com :
মার্চ ২২, ২০১৮
news-image

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হলেন সাত পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার চাতরাখালি গ্রামে। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত পুলিশ কর্মীদের প্রথমে বাসন্তী ব্লক প্রাথমিক হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। পরে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দীর্ঘদিন ধরেই বাসন্তী থানার চাতরাখালি গ্রামের বাসিন্দা মামুদ আলি গাজীর স্ত্রী তনিমা গাজীর সাথে প্রতিবেশী পালান সরদারের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। তনিমার শ্বশুরবাড়ির লোকজন এ বিষয়ে একাধিকবার গৃহবধূকে সাবধান ও করেছিল। কিন্তু কিছুতেই পালান সরদার ওরফে মনিরুলের সাথে তনিমার সম্পর্কে চিড় ধরানো সম্ভব হয়নি। মঙ্গলবার তনিমাকে মনিরুলের সাথে ফোনে কথা বলার সময় হাতে নাতে ধরে ফেলেন শ্বশুরবাড়ির লোকেরা। সেই কারনে ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকেরা সিদ্ধান্ত নেয় যে মনিরুলের সাথেই বিয়ে দেওয়া হবে তাদের গৃহবধূর। এ নিয়ে বিষয়টি গ্রামের মোড়ল মাতব্বরদের জানালে মঙ্গলবার রাতেই গ্রামের মোড়ল মাতব্বরেরা একত্রিত হন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে। বিষয়টি তনিমার বাপের বাড়িতেও জানানো হলে তার বাবা ইউসুফ লস্কর ও অন্যান্যরা আসেন ঘটনাস্থলে। সেখানে তনিমার বাপের বাড়ির লোকেদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন তার বাবা দাদারা। অভিযোগ সেই সময় তনিমার শ্বশুর বাড়ির লোকেরা চড়াও হয়ে বেধড়ক মারধোর করে ইউসুফ লস্কর ও তার পরিবারের লোকেদের। সেই খবর পেয়ে স্থানীয় নির্দেশখালি পুলিশ ক্যাম্পের এক এ এস আই সহ সাতজন পুলিশকর্মী যান ঘটনাস্থলে। আক্রান্ত তনিমার বাবা, দাদাদের উদ্ধার করে থানায় নিয়ে আসার সময় পুলিশ কর্মীদের উপর হামলা চালায় তনিমার শ্বশুরবাড়ির লোকেরা। পুলিশ কর্মীদের মারধরের পাশাপাশি তাদের বন্দুক কেড়ে ও নেওয়া হয়। যদিও পরে সেই বন্দুক উদ্ধার হয়েছে। খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পালিয়ে যায় মূল অভিযুক্তরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারে নি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।