বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে মাটি ফুঁড়ে উঠলো জটাধারী শিবের ত্রিশূল, দর্শনে মানুষের ঢল ক্যানিং এর গ্রামে

News Sundarban.com :
মার্চ ২০, ২০১৮
news-image

চৈত্রমাস শুরুতেই দক্ষিণ ২৪ পরগণার জেলার ক্যানিংয়ের নিকারীঘাটা পঞ্চায়েতের দক্ষিণ পাঙ্গাশখালি গ্রামে মাটি ফুঁড়ে ত্রিশূল ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবী সাক্ষাৎ ভগবান জটাধারী শিব এসে উপস্থিত হয়েছেন ক্যানিং থানার অন্তর্গত এই  দক্ষিণ পাঙ্গাশখালি গ্রামে। মাটি ফুঁড়ে ওঠা এই ত্রিশূলকে ঘিরেই এখন পূজা-অর্চনার ধূম লেগেই রয়েছে ওই স্থানে। আর ভগবান শিবের দর্শন পেতে প্রতিদিন দুর-দুরান্তের বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই গ্রামে।
ক্যানিং থানার দক্ষিণ পাঙাশখালি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর বনমালী সরদারের বাড়িতে স্ত্রী গীতা সরদার বাড়ীর উঠানে ঘাস পরিস্কার করতে গিয়ে মাটিতে এই ত্রিশূলটিকে প্রথম দেখতে পান। প্রথমে মাটির উপরে সামান্য উঁচু হয়ে থাকলেও যত দিন যাচ্ছে ততই ওই ত্রিশূলটি বড় হচ্ছে বলে দাবী সরদার পরিবারের। ত্রিশূলটিকে তুলে না ফেলে বরং ওই জায়গাটিকে পরিষ্কার করে দেন তারা। দিনের পর দিন ত্রিশূলটিকে মাটির উপরে ঠেলে উঠতে দেখে অবাক হয়ে যান সকলে। সাক্ষাৎ ভগবান শিব এই বনমালী সরদারের বাড়িতে বিরাজ করছেন এই কথাও মুখে মুখে এক গ্রাম থেকে অন্য দুরদুরান্ত গ্রামে ছড়িয়ে পড়ে। গত দুদিন ধরে ওই ত্রিশূলকে ঘিরে শুরু হয়েছে ধূম ধাম করে পূজাপাঠ। ভগবান শিবের এই ত্রিশূল দর্শন করতে তাই প্রতিদিন মানুষের ঢল নামছে এই গ্রামে। দক্ষিণা ও পড়ছে টুকটাক। এ বিষয়ে গীতা সরদার বলেন, “আমি বাগানের ঘাস পরিস্কার করতে গেলে কিছু একটা আমার হাতে ফোটে। ওটা ত্রিশূল বলে প্রথমে বুঝতে পারিনি। কিন্তু ধিরে ধিরে দেখি একটা ত্রিশূল মাটি ফুঁড়ে উপরে উঠছে। আমাদের ধারনা ভগবান শিব আমাদের বাড়িতে অবস্থান করছেন”। যদিও গ্রামের কেউ কেউ এটিকে বুজরুকি বলে দাবী করেছেন। তবে বিশ্বাস নিয়েই থাকতে চান ওই সরদার পরিবার। বর্তমানে রৌদ্রের হাত থেকে বাঁচতে অলৌকিক জটাধারী শিবের ত্রিশূলের জন্য কাপড় ঘিরে সামান্য আচ্ছাদন করে রেখেছেন। এই ত্রিশূলটির স্থানে মন্দির তৈরির ও উদ্যোগ নিয়েছেন ওই সরদার পরিবার।