শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী নীতিন গডকড়ি জানালেন সমুদ্রের জল থেকে তৈরি হবে পানীয় জল

News Sundarban.com :
মার্চ ১৭, ২০১৮
news-image

শনিবার মধ্যপ্রদেশের বান্দ্রাভনে নদীমহোৎসবের উদ্বোধন করতে গিয়ে কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী নীতিন গডকড়ি জানালেন সমুদ্রের জল থেকে তৈরি হবে পানীয় জল ৷ আর প্রতি লিটার সেই জলের দাম হবে মাত্র পাঁচ পয়সা ৷
সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলা যায় কীভাবে তা নিয়ে বহুদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চলছে তামিলনাড়ুর তুতিকোরিনে ৷ কেন্দ্রের লক্ষ্য প্রসেসড নোনা জলকে বোতলবন্দী করে সাধারণ দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া ৷ এ দিনের অনুষ্ঠানে গডকড়ি বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে ইতিমধ্যেই জল নিয়ে যুদ্ধ দেখেছে এ দেশ ৷ বেশকিছু রাজ্য এখনও জল নিয়ে লড়াইয়ে মেতে রয়েছে ৷ কিন্তু তিনটি নদীর জল যে পাকিস্তানে যাচ্ছে সে বিষয়ে কারও মাথাব্যথা নেই ৷’’
গডকড়ি আরও জানান, দেশের অনেক নদী সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ দেশের জলসম্পদকে রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য ৷