শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আরপি ইনফোসিস্টেমের কর্ণধার শিবাজী পাঁজা এবং কৌস্তুভ রায়কে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় গ্রেফতার করেছে সিবিআই

News Sundarban.com :
মার্চ ১৫, ২০১৮
news-image

আরপি ইনফোসিস্টেমের কর্ণধার শিবাজী পাঁজা এবং কৌস্তুভ রায়কে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় গ্রেফতার করেছে সিবিআই। ৫১৫ কোটি টাকার জালিয়াতির অভিযোগ এই ২ চিরাগকর্তা বিরুদ্ধে। এছাড়াও একাধিক ব্যাঙ্ক থেকে জাল নথি দেখিয়ে বিপুল পরিমাণ ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসবিআই-সহ একাধিক ব্যাঙ্কের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন তাঁরা। প্রতারিত ব্যাঙ্কের তালিকায় রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ বিকানের-জয়পুর, কানাড়া ব্যাঙ্ক, এসবিআই, ফেডেরাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স, সেন্ট্রাল ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক। সিবিআই সূত্রে খবর, একাধিক ব্যাঙ্ক থেকে নেওয়া সেই সমস্ত টাকা কোথায় গেল, বিদেশে পাচার করা হয়েছে কিনা, এই দুই ব্যবসায়ীর মোট সম্পত্তির পরিমাণ কত, এবং অবশ্যই ব্যাঙ্কের কোনও আধিকারিক এই প্রতারণা মদত দিয়েছে কিনা, খতিয়ে দেখছে সিবিআই। জেরায় সিবিআইকে সঠিক তথ্য দেয়নি এই দুই ব্যবসায়ী, সেইজন্যেই তাঁদেরকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।