শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী পাচার ও মধুচক্র যোগ, বাসন্তী থেকে গ্রেফতার ৮

News Sundarban.com :
মার্চ ১১, ২০১৮
news-image

নারী পাচার ও মধুচক্র যোগে সাতজন মহিলা সহ মোট আটজনকে গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগণার জেলার বাসন্তী থানার পুলিশ। শুক্রবার রাতে বাসন্তীর চৌমাথা টেরেজা মোড় এলাকায় সওকত পৈলান নামে এক ব্যক্তির বাড়ি থেকে ঐ সাত মহিলাকে আটক করে পুলিশ। এদের সাথে সাথে বাড়ির মালিককে ও আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রতিটি কোনে নারী পাচারকারীরা যথেষ্ট সক্রিয়। প্রতিবছর বহু শিশু ও কিশোরী বিশেষ করে  প্রত্যন্ত সুন্দরবন এলাকা থেকে ভিন রাজ্যে পাচার হয়ে যায়। এই নারী পাচার রোধ করতে দক্ষিণ ২৪ পরগণা জেলা পুলিশ বিভিন্ন থানা এলাকায় একাধিক সচেতনতা শিবিরও করে চলেছে। তবুও যেন বন্ধ করা যাচ্ছে না এই পাচার চক্র। শুক্রবার সন্ধ্যায় বাসন্তী থানার পুলিশ গোপনসুত্রে খবর পায় যে বহিরাগত কয়েকজন কিশোরী ও মহিলাকে বাসন্তীর চৌমাথা টেরেজা মোড় এলাকায় একটি বাড়িতে রাখা হয়েছে। শনিবারই তাদের বসিরহাটে পাচার করা হবে। এই খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ কর্মীরা গিয়ে স্থানীয় সওকত পৈলানের বাড়ি থেকে উদ্ধার করে ঐ সাত মহিলাকে। স্থানীয় মানুষদের দাবী এই বাড়িতে মাঝে মধ্যেই বাইরে থেকে বহু অপরিচিত মহিলারা আসতেন। এখানে নারী পাচারের সাথে সাথে মধুচক্র চালানো হত বলে ও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনায় ধৃত বাড়ির মালিক সওকত পৈলানকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নারীপাচার, মধুচক্র না অন্য কোন যোগ রয়েছে বহিরাগত এই মহিলাদের সাথে সে বিষয়ে তদন্ত শুরু করে বাসন্তী থানার পুলিশ।পরে অবশ্য সাত মহিলা সহ বাড়ীর মালিক কে গ্রেফতার করে।