বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যাদবপুরে ধুম্ধুমার

News Sundarban.com :
মার্চ ৮, ২০১৮
news-image

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের কাছে কর্মসূচি নেয় বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চ নামে একটি সংগঠন। অভিযোগ, সন্ধেয় সেই কর্মসূচি শুরুর আগে, মঞ্চের সামনে জমায়েত শুরু হতেই তাঁদের উপর চড়াও হন বেশ কয়েকজন যুবক। কারও হাতে থান ইট তো কারও হাতে লাঠি, ঝাঁটা। পুলিশের সামনেই রণক্ষেত্র যাদবপুর। লাথি-চড়ের পাশাপাশি লাঠি দিয়ে মেরে তাঁদের এলাকাছাড়া করা হয়। আক্রান্তদের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা তাঁদের উপর হামলা চালান এবং পুলিশের সামনেই তাঁদের বেধড়ক মারধর করা হয়।
পাল্টা বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের বিরুদ্ধে উঠেছে উস্কানি দেওয়ার অভিযোগ। পরিস্থিতি আরও উপ্ত্ত করে তোলার অভিযোগে বাঙালি হিন্দু অস্তিত্ব রক্ষা মঞ্চের ২ সদস্য বিবেক সিংহ ও আকাশ জয়সবালকে আটক করে পুলিশ। এই ঘট্নার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এটা কোন সংগঠন জানি না, তবে হামলা চালানো ঠিক নয়। বললেন দিলীপ ঘোষ।