বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে রাস্তার দাবিতে বিক্ষোভে গ্মের মহিলাদের

News Sundarban.com :
মার্চ ৭, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

রাস্তা তৈরির দাবীতে গ্রামের মহিলা একজোট হয়ে বিক্ষোভ দেখালেন এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারিঘাটা গ্মে। অভিযোগ গ্মের অন্যান্য স্তা কংক্রিটের তৈরি হলেও এলাকার মানুষ সব থেকে বেশী যে স্তায় চলাফে করেন সেই স্তাটি দীর্ঘদিন ধরেই অবহেলিত। এ বিষয়ে বারে বারে স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ সকলকে জানালেও কোন লাভের লাভ কিছুই হয়নি। অথচ গ্মের কম গুরুত্বপূর্ণ একের পর এক স্তা তৈরি করে চলেছে পঞ্চায়েত। সেই কারনেই এদিন সকাল থেকে গ্মের মহিলা একজোট হয়ে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন।
দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং থানার পূর্ব নিকারিঘাটা গ্মের সাঁফুই পাড়ার ইটের স্তাটির দীর্ঘদিন ধরেই বেহাল দশা। এই স্তা দিয়ে চলাফে করতে নাভিশ্বাস উঠে যায় স্থানীয় বাসিন্দাদের। খর সময় চলাফে ক গেলেও নরক যন্ত্রণা ভুগতে হয় বর্ষাকালে। তাই দীর্ঘদিন ধরে গ্মের মানুষ এই স্তাটি কংক্রিটের কর জন্য বারে বারে স্থানীয় নেতৃত্ব, পঞ্চায়েত, ব্লক প্রশাসনকে লিখিত জানিয়েছেন। কিন্তু বারে বারে প্রতিশ্রুতি মিললে ও কাজের কাজ কিছুই হয়নি। যার প্রতিদিন এই স্তা দিয়ে চলাফে ক হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছেন। কিন্তু একই গ্মের কম গুরুত্বপূর্ণ স্তা, যে স্তা দিয়ে মানুষজনের যাতায়াত নেই বললেই চলে সেই সমস্ত স্তা ইতিমধ্যেই কংক্রিটের তৈরি হয়েছে। কয়েকটিতে বর্তমানে কাজ ও চলছে। কেন এই গুরুত্বপূর্ণ স্তাটিকে বারে বারে উপেক্ষা ক হচ্ছে সেই অভিযোগেই কার্যত এদিন সকাল থেকে গ্মের মহিলা একত্রিত হয়ে গ্মে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মহিলাদের দাবী, স্তা খাপ থাকার জন্য কোন গাড়ি ভিতরে ঢুকতে পারে না। এমনকি এ্যাম্বুলেন্স ও গ্মের ভিতরে ঢুকতে পারে না। প্রসব বেদনা নিয়ে এই স্তা দিয়ে মায়েদের চলাফে করতে ভীষণই অসুবিধা হয়। বারে বারে এ বিসয়ে প্রশাসনের সকল স্তরে জানিয়ে ও কোন লাভ হয়নি। অন্যদিকে এ বিসয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপ প্রধানের স্বামী তৃণমূল নেতা কল্যান সাঁফুই বলেন, “ স্তাটি অনেকখানি বড়। এতো বড় স্তা পঞ্চায়েতের পক্ষ থেকে ক সম্ভব নয়। তাই আশপাশের ছোট ছোট স্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে। এগুলি তৈরি হলে গ্মের মানুষের অনেক সমস্যা মিটে যাবে”।