বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেওড়াতলা শ্মশানের কাছে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি

News Sundarban.com :
মার্চ ৭, ২০১৮
news-image

ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার জের, কলকাতায় টালিগঞ্জ এলাকায় কেওড়াতলা শ্মশানের কাছে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। মাখানো হয় কালি। আজ সকালে ৭ তরুণ-তরুণী স্লোগান দিতে দিতে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি মাখান, তারপর সেটি ভেঙে দেন। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন স্থানীয় তৃণমূলকর্মীরা। কালীঘাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার অভিষেক মুখোপাধ্যায়-সহ ৭ জন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙার ঘটনার প্রতিবাদেই তাঁরা এই কাণ্ড ঘটান বলে দাবি অভিষেকের। প্রসঙ্গত, অভিষেক দীর্ঘদিন ধরে মাওবাদী ও নকশালপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এসটিএফের হাতে গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলেও কাটান অভিষেক। খবর পেয়ে ঘটনাস্থলে যান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই ঘটনার পর বিজেপি কর্মীরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা পরাতে গেলে তাঁদের বাধা দেন স্থানীয় তৃণমূলকর্মীরা। উভয়পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে টালিগঞ্জ থানার পুলিশ। মূর্তি ভাঙার ঘটনার কড়া নিন্দা করেছে রাজ্য বিজেপি।