শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আল-আকসা’র শিক্ষামুলক ভ্রমণ

News Sundarban.com :
মার্চ ৭, ২০১৮
news-image

এ এক অভিনব উদ্যোগ।অন্যান্য বছরের ন্যায় শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীদের কে নিয়ে এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করলো উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের ট্যাটরার অাল-অাকসা একাডেমী।ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে চিড়িয়াখানা ও ইকোপার্কে ভ্রমণ করলেন শিক্ষক-শিক্ষিকারা।
অসহায় দরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করলে ও তাদের পরিবারের অার্থিক অনটন থাকায় তারা কোথাও ভ্রমণে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেনা।আল-আকসা’র এমন উদ্যোগকে ছাত্র-ছাত্রীর পরিবারের লোকজন স্বাগত জানিয়ে বলেন “শিক্ষক-শিক্ষিকাদের এমন মহান উদ্যোগে শিশুরা পড়াশোনার পাশাপাশি বাইরের জগৎ সম্পর্কে ও অনেক কিছু শিক্ষার বিষয়ে জানতে পারবে”।শিক্ষামূলক এমন ভ্রমণে কচিকাঁচারা খুবই আনন্দিত।শিক্ষামূলক এমন ভ্রমণে একক ভাবে সমস্ত সহযোগিতা করেন আল-আকসা একাডেমির এস কে হাবিব।  এস কে হাবিব বলেন “শিশুরা যাতে পড়াশোনার পাশাপাশি বাইরের বৃহৎ জগৎ সম্পর্কে জানতে পারে তার জন্য এমন উদ্যোগ নিয়েছি”।