বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মথুরাপুরে ভুল ইঞ্জেকশনের ফলে শিশুর মৃত্যু অভিযোগ

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

ডায়েরিয়াতে আক্রান্ত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল মথুরাপুর ব্লক হাসপাতালে। ভুল ইঞ্জেকশনের ফলে শিশুর মৃত্যু অভিযোগ তুলে রবিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। উত্তেজিত জনতা ভাঙচুর করে হাসপাতালের ভেতরে। ভয়ে সিঁটিয়ে যান হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পরে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয় উত্তেজনা থামাতে। গণ্ডগোলের খবর পেয়ে হাসপাতালে আসেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। তিনি ব্লক মেডিক্যাল অফিসার ও মৃত শিশুর পরিবারকে নিয়ে বৈঠক করেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হাসপাতালের তরফে দাবি করা হয়েছে, ওই শিশুকে ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়েছিল। কিন্তু এই হাসপাতাল থেকে নিয়ে যায়নি। চিকিৎসক কোন ভুল করেন নি।

মথুরাপুরের লালপুর এলাকার সন্তোষপুরের বাসিন্দা সাহিন মণ্ডল(৩)। শনিবার রাত সাড়ে তিনটা নাগাদ ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হয় হাসপাতালে। ভর্তির পর থেকে স্যালাইন দেওয়া হয় শিশুটির। সকালে নার্স স্যালাইন খুলে দেয় বলে অভিযোগ সাহিনের মায়ের। এরপর শিশুটিকে নিয়ে মা বাইরেও বেরিয়েছিলেন বলে দাবি। এরপর হাসপাতালে আসার পর চিকিৎসক সাহিনকে ইঞ্জেকশন দেন। তারপরেই শিশু ক্রমে নেতিয়ে পড়ে। সকাল সাড়ে আটটা নাগাদ সাহিনের মৃত্যু হয়।