বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেকায়দায় পড়ে গেল লাল-হলুদ ব্রিগেড

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

পাহাড় থেকে পয়েন্ট নিয়ে আসা যে সত্যিই কঠিন, সেটা আরও একবার প্রমাণিত হল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। আর শিলং লাজং যে ইস্টবেঙ্গলের বরাবরের শক্ত গাঁট সেই মিথও অক্ষত থেকে গেল। সোমবার শিলং লাজংয়ের সঙ্গে ২-২ ড্র করে আই লিগের খেতাবি লড়াইয়ে বেশ বেকায়দায় পড়ে গেল লাল-হলুদ ব্রিগেড।

৩ পয়েন্টের অঙ্ক কষে লাজংয়ের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটেই ডুডু’র গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বিরতির পরেই অবশ্য ডহলিংয়ের গোলে সমতা ফেরায় শিলং লাজং। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাজংকে এগিয়ে দেন স্যামুয়েল। ম্যাচের শেষ লগ্নে সেই ডুডুর গোলেই মুখরক্ষা হল ইস্টবেঙ্গলের। ড্র করে ১৭ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৪ নম্বরেই থেকে গেল খালিদ জামিলের দল।

শিলং লাজং-ইস্টবেঙ্গল ম্যাচ ড্র হওয়ায় শেষ ম্যাচে জমে গেল আই লিগ। ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে মিনার্ভা। ১ পয়েন্ট কম নিয়ে ২ নম্বরে নেরোকা, ৩০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে রয়েছে মোহনবাগান আর ৪ নম্বরে ইস্টবেঙ্গল।