বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চা বেচে আয় মাসে ১২ লাখ

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

চা বেচে কত আয় হতে পারে একজন চায়ের দোকানদারের। ধরলাম ১ থেকে দুই হাজার টাকা। তাই বলে মাসে চা বেচেই ১২ লাখ রুপি আয়! চমকে দেওয়ার মতই খবর বটে।

ভারতের পুণের নবনাথ ইউলে এমন কীর্তি গড়েছেন; যা নিয়ে খবর বেরিয়েছে স্থানীয় পত্রিকায়।

পুনে শহরে একটি ছোট্ট চায়ের দোকান দিয়ে নিজের চলার মত একটা মাথা গোজার ঠাঁই হয় ইউলের। শুরুতে আয় হতো সামান্য এবং তা দিয়ে তার পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কিন্তু তিনি হাল ছাড়ার পাত্র নন। যা ভাবা তাই কাজ, তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করতে থাকেন। এরপরে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।

অবশেষে সাফল্য আসতে শুরু হয়। চায়ের পাশাপাশি তার দোকানে পাওয়া যায় নানা ধরনের চপ। বর্তমানে পুণে শহরজুড়ে তিনটি চায়ের স্টল রয়েছে ইউলের। প্রতিটি স্টলে ১২ জন কর্মী কাজ করেন।

ইউলের দাবি, চায়ের দোকান করে এই পর্যায়ে ব্যবসা করা সম্ভব খুব সহজেই। কিন্তু তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। এখন তার স্বপ্ন, আগামী দিনে ভারতের বাইরেও নিজের চায়ের স্টল খোলা। -জি-নিউজ

আরও দেখুন