মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ে ওয়েষ্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এ্যামপ্লয়িজ ফেডারেশনের ৪র্থ দ্বিবার্ষিক সম্মেলন

News Sundarban.com :
মার্চ ৫, ২০১৮
news-image

রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের বন্ধুমহলে অনুষ্টিত হল ওয়েষ্ট বেঙ্গল ফরেষ্ট সার্ভিস এ্যামপ্লয়িজ ফেডারেশনের ৪র্থ দ্বিবার্ষিক সম্মেলন।এদিন অনুষ্টানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক অমল সিনহা,অসীম মুখার্জী,শক্তিব্রত রায়(WBFSAF),রণজিত মন্ডল,কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম মন্ডল,জেলা নেতৃত্ব বিষ্ঞুপদ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন সম্মেলনে ১১দফা দাবী নিয়ে আলোচনা হয়।তাঁদের দাবী প্যাকেজ ভুক্ত কর্মচারীদের সমস্ত রকম সুযোগ প্রদান করা,বিভাগের বিভিন্ন শূণ্যপদ অবিলম্বে পুরণ করা এবং যোখ্যতা ভিত্তিক কোটা অনুযায়ী শূণ্যপদে প্রমোশনের প্রস্তুতি অবিলম্বে নেওয়া,8.33 হারে বোনাস প্রদান করা,বহিঃ বিভাগীয় পদে পুলিশ দপ্তরের ন্যায় রেশন ভাতা ঝুকি ভাতা এবং বছরে এক মাসের অতিরিক্ত বেতন প্রদান করা,প্রশিক্ষিণ প্রাপ্ত ডগ স্পাটদের অতিরিক্ত ভাতা প্রদান,বনরক্ষী-বনকর্মী-বনরক্ষকদের বেতন বৈষম্য দুরকরা,এবং অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিয়ে পে-কমিশনে অন্তবর্ত্তি আর্থিক সুবিধা সহ অন্যান্য দাবী সমূহ নিয়ে কেন্দ্রিয় সরকারের তুলোধনা করেন এবং রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও আগামীদিনে জীবিকার স্বার্থে বঞ্চিত,অবহেলিত,শোষিত,নিপীড়িত কর্মচারীদের জন্য সারা ব্যাঘ্র প্রকল্প বিভাগ জুড়ে ঐক্যবদ্ধ হওয়ার আবেদনও জানানো হয়।এদিন সম্মেলনে হাট রেঞ্জ ইউনিট,জাতীয় উদ্যান পূর্বভাগ ও পশ্চিম ভাগ,সজনেখালি অভয়ারণ্য রেঞ্জ ইউনিট,হেড কোয়ার্টার রেঞ্জ ইউনিটের সংগঠকরা উপস্থিত ছিলেন।