ফের শহরের একটি হাসপাতালে বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ

ফের শহরের একটি হাসপাতালে বিনা চিকিত্সায় রোগী মৃত্যুর অভিযোগ। মৃত বিরজু গঙ্গাপুত্র নদিয়ার ধুবুলিয়ার বাসিন্দা। জানা গিয়েছে, গত শনিবার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার আহ্ত হয় বছর বত্রিশের ওই যুবক। লরির চাকায় পিষে যায় দুটি পা। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় কলকাতার SSKM হাসপাতালে। ডাক্তাররা জানিয়েছিলেন দুটি পা কেটে বাদ দিতে হবে। তারপর আর রোগীর কোনও চিকিত্সা হয়নি বলেই অভিযোগ পরিবারের। বেড না পাওয়ায় টানা ছদিন ধরে হাসপাতালের মেঝেতেই পড়েছিলেন বিরজু গঙ্গাপুত্র। শেষপর্যন্ত রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।