শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রেল পুলিশের তৎপরতায় মোবাইল ফেরত পেলেন নার্স

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২৫, ২০১৮
news-image

শনিবার রাত সাড়ে সাতটা বাড়ী ফেরার তাড়ায় ট্রেন ধরতে ব্যস্ত সাধারণ যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার সাড়ে সাতটার আপ ক্যানিং শিয়ালদহ ট্রেনটি তালদি ষ্টেশনে এসে সবে মাত্র দাঁড়িয়েছে।হঠাৎই এক মহিলার চিৎকার চোর চোর।সাধারণ যাত্রীরা বুঝে ওঠার আগেই পকেটমার এক নার্সের ব্যাগ থেকে দামী মোবাইলটি হস্তগত করে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।ভাগ্যের পরিহাস সময়ের হেরফের ঘটায় কর্তব্যরত আরপিএফ এর নজর এড়াতে পারেনি পকেটমার সেলিম।মোবাইল হস্তগত করে পকেটে ঢোকানোর মুহুর্তে ধরা পড়ে যায় আরপিএফ জওয়ান এম সি চৌধুরীর হাতে।উদ্ধার হয় মোবাইল ফোন।আরপিএফ জওয়ান এম সি চৌধুরী বলেন ঐ মহিলার চিৎকার শুনেই মুহুর্তে পকেটমার কে পাকড়াও করি। সামান্য সময়ের হেরফের হলে দুষ্কৃতি চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যেত। তাকে সোনারপুর অারপিএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে।খোয়া যাওয়া মোবাইল হাতে পেয়ে আরপিএফ জওয়ান এম সি চৌধুরী কে অসংখ্য ধন্যবাদ জানান নার্স।