শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারপুরে আদিবাসী সাদরী মিলন উৎসব

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২২, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

আদিবাসী সত্বায় আনন্দিত সমগ্র আদিবাসী সমাজ। আদিবাসী ভাষা,সংস্কৃতি যাঁদের ঐতিহ্যবাহী সেই আদিবাসী সমাজু আজ গোটা বিশ্বে মাতৃভাষায় বিপন্ন। দুগ্ধসম মাতৃভাষা,যে ভাষার মাধ্যমে শিক্ষা গ্রহন করলে সার্বিক শিক্ষায় শিক্ষিত হওয়া যায় কিন্তু সেই সত্বা আজ নেই গোটা আদিবাসীদের মাতৃভাষা আজ বিপন্ন।সাদরী ভাষা সারা ভারতবর্ষের লক্ষ লক্ষ আদিবাসীদের মাতৃভাষা অথচ সেই ভাষাকে উপেক্ষা করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার এমনই অভিযোগ আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের।যার ফলে লুপ্ত হতে চলেছে সাদরী ভাষা।সেই ভাষা কে বিশ্বমাঝে স্বীকৃতির দাবীতে অল আদিবাসী সাদরী সুসার এ্যাসোসিয়েশন আয়োজিত বুধবার দক্ষিণ ২৪ পরগণা জেলার সোনারপুরের খেয়াদহের বয়নালা আদিবাসী ভাতৃ মিলন সংঘের ফুটবল মাঠে এক মিলন উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ শ্রীকান্ত গৌর,উড়িষ্যার আদিবাসী সমাজসেবী সুনীল জোজো,সমাজসেবী আশ্রিতা তুতি,গোপাল রাম ওঁরাও,জয়সিংহ হাঁসদা,সুবোধ সরদার,জেলাপরিষদ সদস্য বিজয় বৈদ্য সহ বিশিষ্টরা। এদিনের মিলন উৎসব থেকে আদিবাসীরা তাঁদের সাদরী ভাষার স্বীকৃতির দাবী তোলেন। এসবের পাশাপাশি নানান ধরনের আদিবাসী গান,নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।