বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্ত্বর

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২১, ২০১৮
news-image

পড়ুয়াদের একের পর এক দাবিতে ফের উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্ত্বর । এবারের দাবি একটু অন্যরকম। ন্যূনতম হাজিরা ছাড়াই পরীক্ষায় বসার আবদার, না মানলে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে বসবে। হুমকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।
বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয়েছে নিয়মানুযায়ী পরীক্ষায় বসার জন্য ৬৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক। ন্যূনতম ৫৫ শতাংশ হাজিরা থাকলেও জরিমানা দিয়ে পরীক্ষায় বসা সম্ভব। কিন্তু বাংলা বিভাগের প্রথম ও তৃতীয় সেমিস্টারের ৭৮ জন পড়ুয়ার নূন্যতম হাজিরাও নেই।
পরীক্ষায় বসার জন্য হাজিরায় ছাড়ের দাবিতে গতকাল বিকেল থেকে আন্দোলনে বসেছেন তাঁরা।