শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এখন থেকে লোকাল ট্রেনের মহিলা কামড়ায় থাকবে ক্যামেরা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২১, ২০১৮
news-image

মহিলা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লোকাল ট্রেনের মহিলা কামড়ায় এখন থেকে থাকবে ক্যামেরা।মাঝে মাঝেই সংরক্ষিত মহিলা কামড়ায় পুরুষের প্রবেশ, চুরি ছিনতাই শ্লীলতাহানীর মতো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। এমন নক্কার জনক পরিস্থিতি এড়াতে এবং মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি থেকে এরকম ২টি রেক এসে পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের হাতে। এধরনের আরও চারটি রেক আসবে বলে রেলসূত্রে খবর।এছাড়াও, মেট্রোর মতো প্রত্যেক কামরায় থাকবে পাবলিক অ্যাড্রেস সিস্টেম। কোন স্টেশন আসছে, তা ঘোষণা করা হবে। নতুন রেকে কাঠের পরিবর্তে থাকছে স্টিলের তৈরি আসন। শীঘ্রই এই রেকগুলি পরীক্ষা মূলক ভাবে চালানো হবে বলে জানিয়েছেনরেল কর্তৃপক্ষ।