বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

KEISEI আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়এর তরফ থেকে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কেডক্টরেট সম্মানে ভূষিত করল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০১৮
news-image

KEISEI আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়এর তরফ থেকে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কেডক্টরেট সম্মানে ভূষিত করল ৷ সমাজ সেবা ও নাগরিক সেবার কাজে অবদানের কারণেই কলকাতা মেয়রকে এই সম্মানে সম্মানিত করেছে এই বিশ্ববিদ্যালয়
৷ সফল রাজনৈতিক নেতার মুকুটে যোগ হল ডক্টরেট ডিগ্রির পালকও ৷সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি-লিট সম্মানে ভূষিত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ অথচ এই সম্মান নিয়ে কম বিতর্ক হয়নি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দেওয়া হবে সাম্মানিক ডি.লিট? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ সেই মামলা পরে খারিজ হয়ে যায় ৷