বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জালিয়াতির অভিযোগ গ্রেফতার করা হল রোটোম্যাক কোম্পানির মালিক বিক্রম কোঠারি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
news-image

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতির রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও কয়েকশো কোটি টাকার জালিয়াতি ৷ প্রায় সাড়ে ৮০০ কোটিরও বেশি টাকার জালিয়াতির অভিযোগ গ্রেফতার করা হল রোটোম্যাক কোম্পানির মালিক বিক্রম কোঠারি ৷ সূত্রের খ্বর, সিবিআই গ্রেফতার করে রোটোম্যাক গ্লোবাল প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর কোঠারিকে ৷ তবে গ্রেফতারির সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পাসপোর্ট ৷এদিন সকালেই রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি দাবি করেন, বিদেশে নয় দেশেই আছেন তিনি ৷ এরপরই ৮৩৭ কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের করে কোঠারি ও তাঁর পরিবারকে জেরা শুরু করে সিবিআই ৷
সূত্রের খবর, রোটোম্যাক পেন কোম্পানির মালিক বিক্রম কোঠারি পাঁচটি সরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৮০০ কোটি টাকারও বেশি লোন নিয়েছিলেন ৷ এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নিয়ম অনেকটাই শিথিল করে ঋণ দিয়েছিল বিক্রম কোঠারিকে ৷
ইউনিয়ন ব্যাঙ্ক থেকে ৪৮৫ কোটি ও এলাহাবাদ থেকে ৩৫২ কোটি ঋণ নিয়েছিলেন কোঠারি ৷ কিন্তু একবছর পরও ঋণের আসল ও সুদ কোনওটাই দেননি কোঠারি ৷ বেশ কয়েকদিন ধরেই কানপুরে তার অফিস তালাবন্ধ অবস্থায় রয়েছেন ৷