শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যুবক,মানবিক রেলপুলিশ আহতকে হাসপাতালে নিয়ে গেল

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
news-image

চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন বছর কড়ির এক যুবক। খবর পেয়ে মানবিক রেলপুলিশ মুহুর্তে অাহত যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেল। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার তালদি-ক্যানিং ষ্টেশনের মাঝে চাঁদখালিতে। অাহত যুবকের নাম লাল্টু বিশ্বাস। এদিন সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলা থানার ঘুঁটিয়ারী শরীফের বাঁশড়ার ভদ্রেশ্বর গ্রামের বাসিন্দা পেশায় ছুতোর মিস্ত্রী লাল্টু বিশ্বাস ৭টা ২২মিনিটের ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে অন্যান্য দিনের মতো ঘুঁটিয়ারী শরীফ ষ্টেশন থেকে সাড়ে আটটা নাগাদ কাজে যাওয়ার জন্য ট্রেনে চেপে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। চাঁদখালি ষ্টেশনের কাজ চলায় লাইনের পাশেই বাঁশের মাচা বাঁধা ছিল।অভিযোগ সেই বাঁশের আঘাতে চলন্ত ট্রেন থেকে ছিটকে নীচে পড়ে যায় লাল্টু বিশ্বাস নামে ঐ যুবক এবং ট্রেনের মধ্যে থাকা আরো জনা পাঁচেক যুবকের বাঁশের আঘাতে জামা-প্যান্ট ছিঁড়ে সামান্য অাঘাত লাগে।রেলপুলিশ ঘটনার খবর পেয়ে মুহুর্তে ঘটনাস্থলে গিয়ে আহত যুবক কে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন এবং আহতের পরিবারের লোকজন কে খবর পাঠান।এলাকায় চাঞ্চল্য ছড়ালেও রেলপুলিশের এমন মানবিক কাজের জন্য প্রশংসা করেছেন নিত্যযাত্রীরা।আহত যুবকের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।