শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কী ক্রিস লিনের কাঁধে নাইটদের ভার?

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
news-image

২০১৮ সালে আইপিএলের নিলামে গৌতিকে ধরে রাখেনি কিং খানের দল। ফলে আসন্ন আইপিএলে। এবার কে হবেন কেকেআর ক্যাপ্টেন, তা নিয়ে নানা গল্প শোনা যাচ্ছে।জোর জল্পনা উঠেছে কার নেতৃত্বে খেলবে নাইট বাহিনী । কয়েকদিন আগেই কেকেআর-এর হেড কোচ জাক কালিস জানিয়েছিলেন, ভারতীয় নয়, এবার কোনও বিদেশি ক্রিকেটারের হাতেই থাকবে নাইটদের নেতৃত্ব। কোচ কালিসের ডাকে সাড়া দিয়ে অজি ওপেনার ক্রিস লিন জানিয়ে দিলেন নাইটদের অধিনায়ক হতে তিনি তৈরি। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট শিবিরের নেতা ছিলেন গৌতম গম্ভীর। এই ৭ বছরে দু’বার কলকাতাকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ বিধ্বংসী টি-টোয়েন্টি ওপেনার ক্রিস লিন জানিয়েছেন,” নেতৃত্ব আমার পছন্দের। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না।” সেই সঙ্গে এবারের দল সম্পর্কে লিন বলেন, “এবার কলকাতার খুব ভালো দল হয়েছে। দলের কোচিং স্টাফরাও খুব ভালো। তবে কলকাতায় দু’জন ক্রিকেটার গত ১০ বছর ধরে রয়েছেন যাঁদের অভিজ্ঞতাকে অস্বীকার করা যাবে না।” গতবার ৭ টি ম্যাচে খেলেছিলেন তিনি। ৩টি হাফ সেঞ্চুরি-সহ ২৯৫ রান করেছিলেন লিন। এবছর বিগ-ব্যাশ টি-টোয়েন্টি লিগ এবং অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন ক্রিস লিন।