বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন ও চাইল্ড লাইন

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৮, ২০১৮
news-image

এক নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ে আটকালো জীবনতলা থানার পুলশি ও ক্যানিং চাইল্ড লাইন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জীবনতলা থানার সারেঙ্গাবাদ গ্রামে।জীবনতলা থানার সারেঙ্গাবাদ গ্রামের বেশার আলি সেখের ১৫ বছর ৮ মাসের কন্যা রুবিনা সেখ স্থানীয় হাওড়ামারি হাইস্কুলের অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনার পর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়।নাবালিকার বাবা স্থানীয় কালিকাতলার কয়াল পাড়ার মুশিয়ার কয়ালের সাথে  নাবালিকা কন্যার বিয়ে ঠিক করেন।সেই মতো নাবালিকার বাবা বেশার আলি সেখ রবিবার নাবালিকা কন্যার  বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। বিয়েবাড়ী উপলক্ষে বাড়ীতে যৌতুক নিয়ে অতিথীরা হাজীর।বর ও উপস্থিত।চারহাত এক করার জন্য ইমাম সাহেব ও তৈরী। ইতিমধ্যে ১০৯৮ নম্বরে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ ও ক্যানিং চাইল্ড লাইনের সদস্যরা হাজীর। পুলিশ দেখে অনেকে বিয়েবাড়ীর ভোজ না সেরে যৌতুক নিয়ে পালিয়ে বাড়ী ফিরে যান।অবশেষে প্রশাসন ও চাইল্ড লাইনের সদস্যরা উভয় পরিবার কে বলেন “নাবালিকা কন্যা বিয়ে দেওয়া সমাজে ক্ষতিকারক,নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। বোঝানোর পর নাবালিকার বাবা-মা বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের কাছে মুচলেকা লিখে দেন।নাবালিকার বাবা বেশার আলি সেখ বলেন “১৮ বছর না হলে বিয়ে দেওয়া যায় না আমরা জানতাম না। আজ আমরা জানতে পেরে এমন নাবালিকা কন্যা আর কোন দিয়ে বিয়ে দেবো না”।
ক্যানিং চাইল্ড লাইনের সদস্য বান্টী মুখার্জী বলেন “আমাদের হেল্প লাইনে সকাল ১১টা নাগাদ জনৈক এক ব্যাক্তি ফোন করে জানায় এক নাবালিকা কন্যার বিয়ে হচ্ছে। প্রশাসন সহ আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে উভয় পরিবার কে বোঝালে উভয় পরিবার নাবালিকার বিয়ে বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে বিয়ে বন্ধ করতে রাজী হয়ে মুচলেকা লিখে দেন”।