বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমেরিকায় ফের স্কুলে চলল গুলি

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৫, ২০১৮
news-image

ফের আমেরিকায় স্কুলে চলল গুলি। ১৭ ছাত্রছাত্রী ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যু হয়েছে এই ঘ্টনায়। ফ্লোরিডার পার্কল্যান্ডের ওই স্কুলটির নাম মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুল। পুলিশ জানিয়েছে, গুলি চালিয়েছে ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র নিকোলাস ক্রুজ। ১৯ বছরের নিকোলাস ওই স্কুলেরই ছাত্র ছিল কিন্তু কিছুদিন আগে শৃঙ্খলাহীনতার কারণে তাকে বহিষ্কার করা হয়। সম্ভবত সেই রাগেই এই কাণ্ড ঘটিয়েছে নিকোলাস। জানা গিয়েছে, স্কুলে এসে সে প্রথমে ফায়ার অ্যালার্ম বাজায়। তাতে আগুন লেগেছে ভয়ে ছোটাছুটি পড়ে যায়। সেই সুযোগে নির্বিচারে গুলি চালায় সে। স্কুল বাড়ি থেকে উদ্ধার হয় ১২ জনের দেহ, ঠিক বাইরে আরও ২ জনের। ১ জনের দেহ পাওয়া যায় স্কুলের বাইরে রাস্তায়, হাসপাতালে মৃত্যু হয় আরও ২ জনের। পুলিশ এলে কোনও প্রতিরোধ না করেই নিকোলাস আত্মসমর্পণ করে। তাকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ নিয়ে এ বছরে আমেরিকার স্কুলে এখনও পর্যন্ত ১৮টি গুলি চালানোর ঘটনা ঘটল।