শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনে বাঘে টেনে নিয়ে গেল মৎস্যজীবিকে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৪, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ

এক মৎস্যজীবি কে আক্রমণ করে জঙ্গলে টেনে নিয়ে গেল সুন্দরবনের দক্ষিণ রায়। সূর্য্যের আলো তখনও পূব আকাশে ওঠনি। অন্যান্য দিনের মতো এদিনও সঙ্গীসাথী নিয়ে নৌকো নিয়ে নদীতে গিয়েছিলেন মাছ কাঁকাড়া ধরতে।পেটের টানেই যেতে হয় প্রত্যন্ত সুন্দরবনের জঙ্গলের নদী খাড়ীতে।কাঁকড়া ধরার ওপরই যে নির্ভর করে তাঁরই পরিবারের অন্যান্য সদস্যরা।নৌকার উপর বসে নদীর জলের ওপর যখন ছিল তাঁর তীক্ষ্ন দৃষ্টি, তখন তাঁর ওপর নজর ছিল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের।হঠাৎই ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবিকে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষি ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দবনের ঝড়খালির গভীর জঙ্গলের গাজীর খাল এলাকায়।এদিন কাঁকড়া ধরতে যান ঝড়খালির বাসিন্দা কুবীর রায়(৩২)। নৌকার ওপর বসে নদীতে কাঁকড়া ধরছিলেন। হঠাত্‍ই বাঘের হামলা। সঙ্গী-সাথীদের সামনে  মুহূর্তে  তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ।বাড়ীতেই খবর পৌঁছতেই শোকের ছায়া ঝড়খালি কোস্টাল থানা সংলগ্ন তিন নম্বর গ্রামে।শোকে পাথর কুবীর রায়ের পরিবার।