বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নয়া অ্যাপ রাজ্যের সরকারি দপ্তরে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
news-image

ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে সুশাসন চালাতে উদ্দ্যগী হন। সরকারের উন্নয়নমূলক কাজকর্মের যাবতীয় তথ্য নিজের হাতে তালুবন্দি । এর জন্য তৈরি হচ্ছে নতুন অ্যাপ।অ্যাপ কার্যকর হয়ে গেলে মুখ্যমন্ত্রী মোবাইল ফোনেই সমস্ত দফতরের উন্নয়নমূলক কাজের সর্বশেষ তথ্য এক ঝলকে দেখে নিতে পারবেন।প্রশাসন সূত্রের খবর,ই-অফিসের সফল বাস্তবায়নের লক্ষ্যে এবং কর্মীদের তার সঙ্গে যুক্ত করতে শীঘ্রই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।ই-অফিস চালু হয়েছে রাজ্যের সমস্ত সরকারি দফতরেই। মোটা মোটা ফাইল নয়, সমস্ত তথ্য থাকবে এবার ডিজিটালে। কিন্তু সবাই কি ডিজিটালে পারদর্শী? এমনটাই প্রশণ উঠতে শুরু করেছে ইতিমধ্যে। কারণ, সরকারে এমন অনেক কর্মী রয়েছে তারা এখনও সেই অর্থে কম্পিউটারে ততটা সচ্ছল না।রাজ্যের অর্থ দফতরের তত্ত্বাবধানে সেটি তৈরি করছে একটি কেন্দ্রীয় সংস্থা।সোমবার নদিয়ার প্রশাসনিক বৈঠকে সমাজকল্যাণ দফতরের সচিব সঙ্ঘমিত্রা ঘোষ যখন শিশু-পুষ্টি নিয়ে তথ্য দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী দেখেন অনেক কিছু তথ্যের গড়মিল আছে।আসলে পুরোনো নতুন তথ্যের পরিসংখ্যানে কম বেশী হয়। যাতে একেবারে লেটেস্ট আপডেট তথ্য মুখ্যমন্ত্রীর হাতের নাগালে থাকে সেজন্যই তৈরি হচ্ছে নয়া এই অ্যাপ।নবান্ন সূত্রের খবর  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পূর্বসূরিদের মতো কলকাতায় বসে সরকার চালান না।প্রায় প্রতি সপ্তাহেই জেলা সফরে বেরিয়ে উন্নয়নের কাজ সারেন।তাই এই ধরনের অ্যাপেপ প্রয়োজন আছে। প্রশাসনের একাংশের মতে, নতুন ‘অ্যাপ’টি চালু হয়ে গেলে ওই সমস্যা মিটে যাবে। কারণ, দফতরগুলি কোনও কাজের সর্বশেষ রিপোর্ট পাঠালে তা চটজলদি মুখ্যমন্ত্রীর অ্যাপে ‘আপলোড’ হয়ে থাকবে।ফলে নবান্নের বাইরে থাকলেও সমস্ত তথ্যই থাকবে তাঁর নাগালে।