পচাগলা দেহ উদ্ধার

পচাগলা একটি অঞ্জাত পরিচয়হীন একটি শিশুর দেহ উদ্ধার করলো পুলিশ।ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে ক্যানিং থানার কুমার শা পাড়ার সবুজ পল্লীতে। স্থানীয় সুত্রে জানা গেছে রাস্তা দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিয়ে চলাচল করতেন স্থানীয় লোকজন। অতিরিক্ত দুর্গন্ধে সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা ক্যানিং থানায় খবর দিলে পুলিশ এসে রাস্তার পাশে একটি ডোবা থেকে একটি কাপড় জড়ানো ৫/৬ মাসের একটি পুত্র সন্তানের পচন ধরা দেহ উদ্ধার করে। দেহটি ময়না তদন্তে পাঠিয়ে কে বা কারা শিশুটির দেহ এখানে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।