শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ বছরের নীচে শিক্ষক নয়,মেয়েদের স্কুলে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৯, ২০১৮
news-image

দেশে চারিদিকে একের পর এক স্কুলে যে ভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে মেয়েরা। ২০১৮ সালে পঞ্জাবের শিক্ষানীতি সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, ৫০ বছর বয়সের নীচে শিক্ষকরা মেয়েদের স্কুলে পড়াতে পারবেন না। প্রস্তাবটি নিয়ে মতামত চাওয়া হয়েছে শিক্ষা দফতরের ওয়েবসাইটে। তবে ইতিমধ্যেই বিরোধিতায় সরব হয়েছেন শিক্ষকরা। জানা গিয়েছে, সাম্প্রতিককালে দেশজুড়ে ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় কাঠগড়ায় উঠছেন শিক্ষকরা। সেজন্যই এই প্রস্তাব। আজ অর্থাত্ শুক্রবার কলকাতার কারমেল স্কুলেই এক শিশুর সঙ্গে যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছেন নৃত্যশিক্ষক।
শিক্ষক সংগঠনের সভাপতি সুখবিন্দর চহলের কথায়,”এই প্রস্তাবের নিন্দা করছি আমরা। শিক্ষকদের চরিত্রের উপরে প্রশ্ন তোলা অর্থহীন। তাঁদের কাজ শিক্ষাদান। এই প্রস্তাবের বিরোধিতা করছি।” শিক্ষক সমাজের মতে, দু-একজন শিক্ষকদের জন্য গোটা শিক্ষকসমাজকে কাঠগড়ায় তোলা অনুচিত।