বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কারমেল স্কুলে ছাত্রীর যৌন নিগ্রহের ঘটনায় দোষীর কঠোর শাস্তির আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৯, ২০১৮
news-image

কারমেল স্কুলে ছাত্রীর যৌন নিগ্রহের ঘটনায় দোষীর কঠোর শাস্তির আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে তাঁর দাবি, স্কুলে শিক্ষক না রাখা কোনও সমাধান নয়। বরং স্কুল কর্তৃপক্ষকে তাদের গাফিলতি খতিয়ে দেখতে হবে। স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে নিজেদের গাফিলতি খতিয়ে দেখতে হবে।তিনি বলেন, দ্বিতীয় শ্রেণির শিশুকে যৌননিগ্রহ সাংঘাতিক ঘটনা। এঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। দোষ প্রমাণিত হলে অভিযুক্ত কঠোর শাস্তি পাবে। পাশাপাশি, দীর্ঘদিন ধরে এই ঘটনা চললেও স্কুল প্রথমেই কেন কোনও ব্যবস্থা নেয়নি? সেই প্রশ্নও তুলেছেন তিনি।ফুলের মতো শিশুর সঙ্গে যৌন নিগ্রহের ঘটনাকে ‘বিকৃত মানসিকতা’র পরিচয় বলে মনে করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ জিডি বিড়লা স্কুলের পর কারমেল স্কুলেও একটি নার্সারির ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর৷ শুক্রবার ওই ঘটনা প্রসঙ্গে পার্থবাবু বলেন, ‘‘এটা বিকৃত মনের কাজ৷ পুলিশ তদন্ত করবে৷’’
শুক্রবার সকাল থেকে উত্তাল কারমেল স্কুল। অভিভাবকদের অভিযোগ, স্কুলের পরিকাঠামোগত গাফিলতি ছিল, তারজন্যই এঘটনা। স্কুলে সিসিটিভি-র নজরদারিও ঠিকমত নেই। একইসঙ্গে তাঁদের দাবি, কোনওভাবেই স্কুলে শিক্ষক রাখা যাবে না। ক্লাস পিছু একজন করে পর্যবেক্ষক রাখতে হবে।