বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গোপালকাটায় স্কুলের বাৎসরিক ক্রীড়া

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০১৮
news-image

একদিকে ডাঙায় বাঘ,জলে কুমীরের সাথে লড়াই করে যাদের বাঁচতে হয়। সেই দক্ষিণ ২৪ পরগণা জেলার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার হানা নদীর দ্বীপে অবস্থিত গোপালকাটা জেলেপাড়া হাইস্কুল।বুধরার প্রত্যন্ত দ্বীপের হাইস্কুলে শুরু হল বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন গোপালকাটা জেলেপাড়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহীতোষ দাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবব্রত সাফুঁই,এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জয়ন্ত মন্ডল,ধৃতি মৃধা,মহাদেব দাস,মোবারক আলী সরদার সহ বিশিষ্টজন।এদিন ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রী সহ স্থানীয় মানুষ জনও অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।এছাড়া ও ২০১৭ শিক্ষাবর্ষের পঞ্চম,ষষ্ঠ,সপ্তম,অষ্টম,নবম শ্রেণীর কৃতিদের পুরষ্কার এবং মাধ্যমিকে কৃতি কাজল শর্মা,পূজা থানাদার ও কর্ণ সরদার কে বিশেষ ভাবে পুরষ্কৃত করা হয় বিদ্যালয়ে পক্ষ থেকে।উল্লেখ্য প্রত্যন্ত এই এলাকায় সাধারণত কোন অনুষ্ঠান হয় না ফলে,
সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপের গোপালকাটা জেলেপাড়া হাইস্কুলের বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ অভিভাবকরাও তাকিয়ে থাকেন সারা বছর।