বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জীবন স্মৃতি সংবাদ পত্র

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৮, ২০১৮
news-image

দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দবনের অবহেলিত ব্লক বাসন্তী। বাসন্তী ব্লকের উত্তর গরাণবোস এলাকায় বাড়ী ফারুক অাহমেদ সরদারের। তিনি একজন সমাজসেবী।সমাজে দরিদ্র নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করেন। তিনি বিভিন্ন ভাবে পরোপকারী। তাঁর কাজে মুগ্ধ হয় বিডিও,ওসি,বিধায়ক,এমনকি মন্ত্রী মহলের সচিব ও তাঁর কাজে মুগ্ধ হয়ে প্রশংসা পত্র দিয়েছেন এবং ভবিষ্যতে এমন কাজের জন্য ফারুক বাবুর পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।সমাজে নানা সেবামূলক কাজের জন্য বিভিন্ন সংবাদ পত্রে একাধিক বার সংবাদ প্রকাশিত হয়। সেইসব ইতিহাস সংবাদপত্র কাটিং করে ল্যামিনেশান করে অতি যত্নে সংরক্ষিত করে রেখেছেন যা সুন্দরবনের বুকে এক আশ্চার্যের বিষয়। এবিষয়ে ফারুক বাবু বলেন “সংবাদ মাধ্যম জাতির বিবেক চেতনা,সংবাদ মাধ্যম অাছে বলে মানুষ সম্মানের সাথে বেঁচে অাছে। ভালোকাজের কথা বলার জন্য কেউ পাশে থাকে না। সেই পাশে থাকার একান্ত সহযোগিতা করে থাকে সংবাদপত্র।সংবাদপত্র এক অমূল্য সম্পদ,সেই সংবাদ পত্রকে যথাযোগ্য মর্যাদা দিয়ে ল্যামিনেশান করে স্মৃতির আঙিনায় রাখতে চেয়েছি”।