মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের ভারতের মহাকাশযান চাঁদে অবতরণ করতে চলেছে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০১৮
news-image

ফের ভারতের  মহাকাশযান চাঁদে অবতরণ করতে চলেছে৷ এর আগে ২০০৮ সালে চন্দ্রায়ন ১ উতক্ষেপন করা হয়েছিল শ্রীহরিকোটা থেকে৷ এটি চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে ও চন্দ্রপৃষ্ঠে জলের সন্ধান পায়৷ এর আয়তন ছিল ৫ ফুট বাই ৫ ফুট৷ এর খরচ পড়েছিল ৮৩ মিলিয়ন ডলার৷ চন্দ্রায়ন ২ লঞ্চ করার সিদ্ধান্ত নেয় ইসরো৷ এবছরেই চন্দ্রপৃষ্ঠে নামার কথা ছিল এই চন্দ্রযানের৷ ইসরোর চেয়ারম্যান কে শিবন বলেছেন, চন্দ্রপৃষ্টে নামার জন্য দুটি জায়গা খুঁজে বের করেছে চন্দ্রায়ন ২৷ এর মধ্যে এক জায়গায় নামা হবে৷ এই এলাকায় আরও কোনও চন্দ্রযান নামার কথা নেই৷
শ্রীহরিকোটা থেকে উতক্ষেপনের পর চাঁদের কক্ষপথে পৌঁছতে এটি ২ মাস সময় নেবে ৷ চন্দ্রায়ন ২ উতক্ষেপন করা হবে GSLV Mk II রকেট থেকে৷ এই স্পেসক্র্যাফ্টের ওজন ৩ হাজার ২৯০ কেজি৷ ১৪ দিন এই যান চাঁদে কাটাতে পারবে৷ চন্দ্রপৃষ্ঠে একাধিক পরীক্ষা চালাবে এই চন্দ্রযান৷ ৬ চাকার একটি রোভার চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়াবে৷ চন্দ্রপৃষ্ঠকে এটি পর্যবেক্ষন করবে ও ডেটা পাঠাবে পৃথিবীতে৷