মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাঁস হয়ে গিয়েছে বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির বায়োলজির প্রশ্নপত্র

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৬, ২০১৮
news-image

বিহার বোর্ডের ফাঁস হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির বায়োলজির প্রশ্নপত্র ৷ এমন ঘ্ট্না জেনেও বাতিল করা হয়নি বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ ট্যুইটারে এমনই অভিযোগ করেছেন প্রাক্তণ উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ এই ভুলের জন্য নীতিশ কুমারের সরকারকেই দায়ী করেছেন তিনি৷ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিহার বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷ শুরুর দিনেই সামনে আসে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনাটি৷ সূত্রের খবর, নওয়াদা ও সুপলের দুটি পরীক্ষা কেন্দ্রে ফাঁস হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির জীববিদ্যার(বায়োলজি)পরীক্ষার প্রশ্নপত্র৷ পরীক্ষা শুরুর পরেই প্রশ্নপত্রের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বলে জানা গিয়েছে৷ তবে বিহার বোর্ডের মুখপাত্র রাজীব রঞ্জন দ্বিবেদী এখনও পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত করেননি৷ তিনি বলেছেন, ‘বিহার বোর্ডের বায়োলজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং তা ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল পরিমাণে ছড়িয়ে গিয়েছে৷ কিন্তু তাও তারা পরীক্ষা বাতিল করেনি৷’ নীতিশ কুমারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নীতিশ জী৷ বিহারী ছাত্রছাত্রীদের জীবনের সঙ্গে খেলা বন্ধ করুন৷ এটা আপনার রাজনীতি নয়৷’