শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ের বঙ্কিম সরদার কলেজে ছাত্র বিক্ষোভ

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৫, ২০১৮
news-image

কলেজের সামনে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রী রা। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং মহকুমার ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ চত্বরে। অনুপস্থিতির কারণে কলেজ কর্তপক্ষ তৃতীয় বর্ষের অনেক ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার ফর্ম ফিলাপ করতে না দেওয়ার কারণে শুরু হয় বিক্ষোভ। সকলকেই ফর্ ফিলাপ করতে দিতে হবে বলে প্রায় চার ঘন্টা বিক্ষোভ চলে। বিক্ষোভ উঠে গেলেও ছাত্রদের দাবী না মানা হলে আগামী দিনে আরো বেশী করে আন্দোলন বিক্ষোভ হবে বলে হুঁসিয়ারী ছাত্রদের। উল্লেখ্য বঙ্কিম সরদার কলেজে তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার কম থাকার কারণে ফর্ম ফিলাপ করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কলেজে ৬০ শতাং উপস্থিতি থাকতে হবে। তা না হলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবেনা। সেই নিয়ম অনুযায়ী বঙ্কিম সরদার কলেজের প্রায় ৪৫০জন ছাত্র ছাত্রী  মধ্যে মাত্র ১৬ জনের ষাট শতাংশ উপস্থিতি রয়েছে। ফর্ম ফিলাপ করতে না পেরে বিক্ষোভ শুরু করে। তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের সাথে যোগ দেয় প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরাও।এদিন কলেজে কোন ক্লাস করতে দেয়নি বিক্ষোভকারী রা। তাদের দাবী কলেজে ভর্তির সময় এমন কোন নিয়ম তাদের কে জানানো হয় নি। তাদের দাবী প্রত্যন্ত সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকায় বাড়ীঘর হওয়া এবং দারিদ্রতার কারণে নিয়মিত কলেজে আসতে পারেনা।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষে দাবী কলেজে চালু হওয়া বায়োমেট্রিক পরিচয়ের মাধ্যমে জানা গেছে মাত্র ১৬ জন ছাত্রছাত্রী ৬০ শতাংশের বেশী কলেজে উপস্থিত ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী তাদের ফর্ম ফিলাপ করতে দেওয়া হয়নি। ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজে অধ্যক্ষ তিলক চক্রবর্তী বলেন “বিশ্ববিদ্যালয় যদি নির্দেশিকা শিথিল করে তাহলে বাকী ছাত্রছাত্রীদের কে ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে”।