শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মৎস্যজীবিদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৪, ২০১৮
news-image

নিজস্ব প্রতিনিধি -দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের পশ্চিম ভাঙনখালি মৎস্যজীবি কল্যান সমিতির উদ্যোগে দুইদিনের এক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল।শনিবার অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বয়স্ক মানুষজনেরা। দুই দিনের ক্রীড়া অনুষ্ঠানে ফুটবল,কাছি টানা,বিস্কুট দৌড়,চামচগুলি,মিউজিক্যাল চেয়ার সহ নানান ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এলাকার হাজার হাজার গ্রামবাসী এমন ক্রীড়া প্রতিযোগিতায়  অংশ গ্রহন করে এবং দেখে আনন্দ উপভোগ করেন। মৎস্যজীবি কল্যান সমিতির কর্মকর্তারা জানিয়েছেন “বাসন্তী ব্লকে প্রায়ই রাজনৈতিক হিংসা,গন্ডগোলের কারণে এলাকার সকলস্তরের মানুষজন তিতিবিরক্ত। আমরা মাসের পর মাস সুন্দরবনের নদী-খাড়ীতে মাছ ধরার কাজে যুক্ত থাকি। গণমাধ্যমের সৌজন্যে  গন্ডগোলের খবর শুনতে পাই। কিছু না করতে পের মনে মনে খুবই দুঃখ-যন্ত্রণা সহ্য করতে হয়। সেই সব হিংসা ভুলে সবাই যাতে একত্রিত হয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিতে বসবাস করার আহ্বান জানিয়ে আমাদের এই মেল বন্ধন ক্রীড়া অনুষ্ঠান”।
রবিবার ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় মৎস্যজীবি কল্যাণ সমিতির পক্ষ থেকে।