বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পড়ুয়াদের দাবি বিশ্ববিদ্যালয়ে বন্ধ হোক বহিরাগত তাণ্ডব

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

প্রথম বর্ষের পড়ুয়াদের রেকর্ড ফেল করেছে । আর তাতেই কলঙ্কময় দশা শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের।বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ফল প্রকাশের পর থেকেই দফায় দফায় বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভের নামে কার্যত তাণ্ডব চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে।প্রতিকূল পরিস্থিতির সুস্থ সমাধান চেয়ে পথে নামল বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। তাঁদের দাবি, বিশ্ববিদ্যালয়ে বন্ধ হোক বহিরাগতদের তাণ্ডব। সুস্থ সমাধানের জন্য তাঁরা রাজ্যের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যের সঙ্গে দেখা করে কথা বলেছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুস্থ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আবেদন করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। এই বিষয়ে রাজ্যের শিক্ষা দফতরের কর্তারা তাদের আশ্বাস দিয়েছেন।
স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্থায়, “আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বহিরাগতদের তাণ্ডব কিছুতেই আমরা মেনে নিতে পারব না।” ফলাফল নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেছেন, “যাবতীয় সমস্যার সমাধান হোক সুস্থ উপায়ে। এই বিষয়ে আমরা মাননীয় রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করেছি। তাঁরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।”