শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৩, ২০১৮
news-image

চতুর্থবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ২১৬ রান তোলে অস্ট্রেলিয়া৷ পঞ্চাশ ওভার খেলার আগেই অল-আউট করে দেয় ‘মেন ইন ব্লু’৷ ভারতের হয়ে ঈশান, অনুকূল, নাগারকোটি ও অভিষেক দুটি করে উইকেট নেন৷ সিভম মাভির সংগ্রহ এক উইকেট৷ ভারতের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়া তাদের শেষ ছ’টি উইকেট হারায় মাত্র ৩৩ রানে৷জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৩৮.৫ ওভারে প্রয়োজনীর রান তুলে নেয় ভারত৷ ব্লু-আর্মির হয়ে ফাইনালে শতরান হাঁকালেন ওপেনার মনজ্যোত করলা৷ ১০২ বলে ১০১ রান হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন বাঁ-হাতি ওপেনার৷ ব্যাট হাতে মনজ্যােতকে সঙ্গে দিলেন দেসাই৷ ৪৭ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার ব্যাটসম্যান৷ পৃথ্বী শ ২৯ ও শুঙমন গিল ৩১ রানে আউট হন৷
দুরন্ত পারফরম্যান্সের পর শুভেচ্ছার বন্যায় ভাসছেন ‘বয়েজ শিবির’। এমন সোনায় বাঁধানো পারফরম্যান্সের পর অনুর্ধ্ব ১৯ দলের জন্য পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। পুরস্কৃত করা হয়েছে হেড কোচকেও। হেড কোচ রাহুল দ্রাবিড় পাচ্ছেন ৫০ লক্ষ টাকা। ৩০ লক্ষ টাকা করে পাচ্ছেন দলের ক্রিকেটাররা। সাপোর্ট স্টাফদের জন্য ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। গোটা টুর্নামেন্টে একটাও ম্যাচ হারেনি পৃথ্বী শাহের বাহিনী। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে ‘বয়েজ ইন ব্লু’।