বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চলে গেলেন কবি মণীন্দ্র গুপ্তকবি মণীন্দ্র গুপ্ত

News Sundarban.com :
ফেব্রুয়ারি ১, ২০১৮
news-image

‘শরৎমেঘ ও কাশফুলের বন্ধু’ কবি মণীন্দ্র গুপ্তকবি মণীন্দ্র গুপ্তর প্রয়াণে বিষাদের সুর বইমেলায়। ধবার সাড়ে দশটা নাগাদ এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরেই বার্ধ্যক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ২০১১ সালে ‘বনে আজ কনচের্টো’ বইয়ের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন তিনি। বইমেলা শুরুর দিনই প্রবীণ কবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। গতবছর ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি আয়োজিত ‘কবিতা উৎসবে’ তাঁকে সারাজীবনব্যাপী সম্মান দেওয়া হয়।