শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রীয় সরকার রাজ্যের চারটি বড় নদীকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করল

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০১৮
news-image

কেন্দ্রীয় সরকার রাজ্যের চারটি বড় নদীকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করল ৷ এই চারটি নদী হল ঝিলাম, চেনাব, সিন্দু ও রাভি৷ রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপথে যাতায়াত ও পর্যটনকে অনুমোদন দিতেই এই ঘোষণা করা হয়েছে৷ পাব্লিক হেল্থ ইঞ্জিনিয়ারিং, ইরিগেশন ও ফুড কন্ট্রোলের শ্যাম লাল চৌধুরী বলেন, “কেন্দ্রীয় সরকার চারটি নদীকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করেছে৷ নদীগুলি ছিল চেনাব, সিন্ধু, ঝিলাম ও রাভি৷ এই নদীগুলির ধাপে ধাপে উন্নতি করা হবে৷”তিনি আরও বলেছেন, রাজ্য সরকার প্রজেক্টের সম্ভাব্যতা বিস্তারিতভাবে পরীক্ষা করছে৷ ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (IWAI) অন্তর্দেশীয় নেভিগেশনের জন্য তৈরি হচ্ছে৷ জলপথে অনুভূমিক এবং উলম্ব নেভিগেশন তৈরি করা হবে৷ এর সাহায্য জলপথে যাতায়ত বাড়বে ও পর্যটনে উন্নতি হবে বলে মনে করেন তিনি৷
মঙ্গলবার রাতে বিধানসভার PHE, I&FC ডিপার্টমেন্টে এই নিয়ে একটি বৈঠক হয়৷ সেখানে প্রথম পর্যায়ে ঝিলাম নদীর জন্য ব্যাপকহারে বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা করা হয়৷ এর জন্য বরাদ্দ হয়েছে ১৯৬.১২ কোটি টাকা৷ এর মধ্যে ১৭৭.২০ কোটি টাকা খরচ হয়েছে৷ শাহাপুর কান্ডি ব্যারেজের উন্নয়নের পরিকল্পনাও চলছে৷ পরবর্তী পর্যায়ের জন্য PMDP-র আওতায় ১৬৮৪.৬০ টাকা বরাদ্দ করা হয়েছে৷