শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্যাসন্তানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এল ‘রূপশ্রী’

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০১৮
news-image

অর্থমন্ত্রী অমিত মিত্র ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করলেন । প্রতিবারের মত এবারও সামাজিক খাতে জোর দেওয়া হল বাজেটে। কন্যাসন্তানদের জন্য কন্যাশ্রী প্রকল্প যার মূল লক্ষ্য রাজ্যের কন্যাসন্তানদের মধ্যে শিক্ষাপ্রসার। এবার রাজ্যের কন্যাসন্তানদের জন্য সরকার নিয়ে এল ‘রূপশ্রী’ নামে নতুন একটি প্রকল্প। এই প্রকল্পকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বলে উল্লেখ করেন অমিত মিত্র। একইসঙ্গে অর্থমন্ত্রী জানান এর মাধ্যমে ৬ লাখ পরিবার উপকৃত হবেন।
গৃহনির্মাণের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ১ শতাংশ ছাড়।
কৃষির জন্য জমি কিনলে মিউটেশন ফি নেওয়া হবে না
চা বাগানে কৃষি আয়করে ১০০ শতাংশ ছাড়
চা বাগান থেকে কোনও সেস নেওয়া হবে না
বয়স্ক কৃষক মাসে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে মাসে ১০০০ টাকা করার প্রস্তাব
১ লাখ কৃষক এই পেনশন পাবে
কন্যাসন্তানদের বার্ষিক বৃত্তি ১০০০ টাকা
৬ লাখ পরিবার নয়া প্রকল্প রূপশ্রীর আওতায়
পারিবারিক আয় দেড়লাখের নীচে হলে ১৮ বছরের পর মেয়ের বিয়ের সময় রূপশ্রী প্রকল্পে এককালীন সাহায্য দেওয়া হবে ২৫ হাজার টাকা
রূপশ্রী প্রকল্পে বরাদ্দ ১৫০০ কোটি টাকা
প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রকল্প মানবিক
শারীরিকভাবে ৫০ শতাংশের বেশি যাঁরা প্রতিবন্ধী তাঁরা সবাই এই সুবিধা পাবেন
মানবিক প্রবরাদ্দ ২৫০ কোটি টাকা
২ লাখ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পে