শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারও আয়করে রয়েছে বেশকিছু ছাড়

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০১৮
news-image

গত বাজেটে ছোট আয়করদাতাদের কিছুটা নিশ্চিন্ত করেছিলেন অর্থমন্ত্রী। বার্ষিক ২.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছিল। এবারও আয়করে বেশকিছু ছাড়ের আশা করছেন ছোটবড় করদাতারা। ফিরতে পারে স্টান্ডার্ড ডিডাকশন পদ্ধতি। হরেক করমের করছাড়ের বদলে একরকম ছাড় চালু করা হলে আয়করের বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ২০০৬-০৭ সালে এই পদ্ধতি তুলে দেওয়া হয়। ১৯৯৯ সালে মেডিক্যাল রিইম্বার্সমেন্টের সীমা ১৫ হাজার টাকা বেঁধে দেওয়া হয়। আসন্ন বাজেটে তা বাড়িয়ে ৫০ হাজার টাকা প‌র্যন্ত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।ফিরতে পারে স্টান্ডার্ড ডিডাকশন পদ্ধতি। হরেক করমের করছাড়ের বদলে একরকম ছাড় চালু করা হলে আয়করের বোঝা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ২০০৬-০৭ সালে এই পদ্ধতি তুলে দেওয়া হয়।আয়কর আইনের ৮০সি ধারা অনু‌যায়ী বেশকিছু করছাড়া পান আয়করদাতারা। পিএফ, ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে করছাড়ের উর্ধ্বসীমা ১.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হতে পারে।
তুলে দেওয়া হতে পারে ডিভিডেন্ট ডিসট্রিবিউশন ট্যাক্স। কোম্পানিগুলি শেয়ার হোল্ডারদের ‌যে ডিভিডেন্ট দিয়ে থাকে তার উপরে ১৫ শতাংশ ট্যাক্স ধা‌র্য করা হয়। এটি তুলে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।