শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের মধ্যেই হোক আলাদা মুসলিম রাষ্ট্রেরঃ মুফতি নাসির উল ইসলাম

News Sundarban.com :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

জম্মু কাশ্মীর মুসলিম পার্সোনাল ল বোর্ডের চেয়ারম্যান মুফতি নাসির উল ইসলাম বলেন, ভারতীয় মুসলিম সম্প্রদায়ের উচিত পৃথক রাষ্ট্র গঠন করা৷ তিনি দাবি করেন, ভারতে প্রতিটি মুসলিম সম্প্রদায়ের মানুষ দুর্দশার মধ্যে রয়েছে৷ তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে৷ এই জন্যই পৃথক রাষ্ট্র প্রয়োজন মুসলিমদের জন্য৷ যে রাষ্ট্রে স্বাধীনভাবে বাঁচতে পারবে তারা বলে মত নাসিরের৷ দেশের বিভিন্ন প্রান্তে মুসলিমদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর৷ লাভ জিহাদের নামে, গরু পাচারের বকলমে হেনস্থা করা হচ্ছে তাদের৷ তাঁর আরও মত, গোষ্ঠী সংঘর্ষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ মুসলিমরাই৷ শ্রীনগরে এক সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক মতামত মুফতির৷ দেশের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা হওয়া সত্ত্বেও সংখ্যালঘু তকমা তাদের৷ এখানেই ক্ষোভ প্রকাশ করেছেন নাসির৷ তাঁর মতে প্রতি ক্ষেত্রে মুসলিমদের নিশানা করা হচ্ছে৷ আর সেটা হচ্ছে উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে৷ পাকিস্তান যদি ১৭ কোটি মুসলিমকে নিয়ে মুসলিম রাষ্ট্র গঠন করতে পারে, তাহলে সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও কেন ভারতের মধ্যেই পৃথক মুসলিম রাষ্ট্র গঠন করার অধিকার ভারতীয় মুসলিমরা পাবেন না, সেই প্রশ্ন এদিন তুলে দিয়েছেন নাসির৷
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাসির বেশ কয়েকটি উদাহরণও তুলে ধরেন৷ মুসলমানদের মৃত্যু নিয়ে কোনও আলোড়ন হয়না, কোনও আন্দোলন হয়না বলে অভিযোগ করেছেন তিনি৷
নাসির বরাবরই তাঁর বিতর্কিত বক্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন৷ এরআগে, শ্রীনগরের খ্রিস্টানদের জন্য বিতর্কিত ফতোয়া জারি করেছিলেন তিনি৷