শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিক্ষোভ লাল-হলুদ শিবিরে

News Sundarban.com :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

শেষ তিন ম্যাচে জয় নেই, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট, সব মিলিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে ডার্বির পরেই। তবু তারা শেষ আশায় ছিলেন যদি লিগের শির্ষে থাকা মিনের্ভা পাঞ্জাবকে হারিয়ে চ্যাম্পিয়নশিপে ফিরে আসা যায়। কিন্তু ম্যাচ শুরুর ৩৩ মিনিটের মধ্যেই ২ গোলে পিছিয়ে পরে লালহলুদ দল। মাঠে আসা ইস্টবেঙ্গল সমর্থকদের মনে চাপা ক্ষোভের আত্মপ্রকাশ তখন থেকেই শুরু হয়। গ্যালারী থেকে উরে আসে কোচের নামে গো ব্যাক স্লোগান এবং নানা রকম টোন টিটকারি।
দ্বিতীয়ার্ধে কাতসুমি ইউসার পেনাল্টি মিসের পর ৫৮ মিনিটে জবি জাস্টিন এবং ৮৮ মিনিটে ব্রেন্ডনের অসাধারণ দুই গোলে ইস্টবেঙ্গল সমতা ফেরালেও সমর্থকদের জন্যে তা যথেষ্ট ছিলনা। ২-২ ম্যাচ ড্র হওয়ায় শির্ষে থাকা রঞ্জিত বাজাজের দল পৌছাল ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্টে, ইস্টবেঙ্গল সেখানে ১২ ম্যাচ খেলে ২০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে। স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে লিগের সেরা সুযোগ পেয়েও হাত ছাড়া করায় লাল হলুদ সমর্থকদের লিগ জেতার আশা যে অনেকটাই পিছিয়ে পড়ল তা তারাও বুঝতে পারছেন। ফলস্বরুপ ম্যাচ শেষে সমস্ত ক্ষোভ গিয়ে পরে কোচ খালিদ জামিলের উপর। খালিদকে ঘিরে ধরে শুরু হয় গো ব্যাক শ্লোগান, অত্যুতসাহী এক সমর্থক তেড়ে আসেন নিজের জুতো উচিয়ে, ঘেরাও হয় টিম বাস। ছাড় পাননি কর্মকর্তারাও, স্লোগান উঠলো তাদের বিরুদ্ধেও। সমর্থকদের সামলাতে হিমসিম খেতে হয় পুলিশবাহিনীকেও।