শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য নর

News Sundarban.com :
জানুয়ারি ৩০, ২০১৮
news-image

কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় পেলেন ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ঁ দ্য নর ।আজ ৪২তম কলকাতা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে  সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান প্রদান করেন ভারতে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদুত।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ফ্রান্সের সংস্কৃতি এবং জ্ঞাপন বিষয়ক মন্ত্রী ফ্র্যাঙ্কোয়েস নিসেনও। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের মতো রাজ্যের প্রথম সারির মন্ত্রীরাও । এর আগে এই সম্মানে সম্মানিত হয়েছিলেন অভিনেতা শিবাজি গণেশ, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান। চতুর্থ অভিনেতা হিসেবে লিজিয়ঁ দ্য নর পেলেন বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এর আগে অস্কার জয়ী চিত্র পরিচালক সত্যজিত রায়, গ্র্যামি পুরস্কার জয়ী সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকেও এই সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, ১৮০২ সালে নেপোলিয়ন বোনাপার্ট সর্বপ্রথম লিজিয়ঁ দ্য নর সম্মান প্রদান চালু করেন।