শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেশেলস দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে ভারত

News Sundarban.com :
জানুয়ারি ২৮, ২০১৮
news-image

এবার সেশেলস দ্বীপে সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে ভারত। দ্বীপ রাষ্ট্র সেশেলসের সঙ্গে ভারতের এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হল।এই চুক্তি ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর ফলে ভারত মহাসাগরে নজরদারি আরও বাড়াতে পারবে ভারত। চিনকে চাপে রাখতে সামরিক উপস্থিতি বাড়বে ভারতের।
সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় স্বাক্ষরিত হয় চুক্তি । এই চুক্তিতে স্বাক্ষর করেছেন বিদেশ সচিব এস জয়শঙ্কর। জয়শঙ্কর জানিয়েছেন, ‘ভারত ও সেশেলস যৌথ উদ্যোগে অ্যান্টি-পাইরেসি অপারেশন চালাতে এই চুক্তিতে আবদ্ধ হয়েছে। এর ফলে অবৈধভাবে ড্রাগ পাচার, মানব পাচারের মত ঘটনা আটকানো সম্ভব হবে।’
জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট ড্যানি ফরে বলেন, ‘এই প্রজেক্ট সিশেলসের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের পার্টনার হতে পেরে আমরা গর্বিত।’ ২০১৫ তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়ই এই চুক্তি হয়েছিল। পরে কিছু সমস্যার জন্য সেই চুক্তি কার্যকর করা সম্ভব হয়নি। গত বছরের অক্টোবরে জয়শঙ্কর সিশেলসে যান। সেখানে ফের এই চু্ক্তি নিয়ে আলোচনা হয়।