বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বর্তমান সরকার যোগ্যতার বিচারে পদ্মশ্রী পুরস্কার দিচ্ছে বললেন প্রধানমন্ত্রী

News Sundarban.com :
জানুয়ারি ২৮, ২০১৮
news-image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন বর্তমান সরকারের আমলে পদ্ম পুরস্কার বাছাই পদ্ধতি বদলে গিয়েছে । তিনি এও বলেছেন, এখন পুরস্কার পাওয়ার জন্য পরিচয় শেষ কথা নয়, এখন আর সুপারিশ দেখে নয়, বরং কাজ দেখেই পুরস্কার দেওয়া হয়। ন্তুন ব্ছরের চ্ল্তি মাসে ‘মন কি বাত’-এ মোদী বলেছেন, ‘পদ্ম পুরস্কারের মনোনয়ন পদ্ধতি অনলাইনে করার ফলে স্বচ্ছতা এসেছে। পুরস্কার প্রাপক বাছাইয়ের ক্ষেত্রে বদল এসেছে। কাজের গুরুত্বই বিচার করা হয়। যদি এ বছরের পুরস্কার প্রাপকদের তালিকা দেখা যায়, তাহলে এই ধরনের মানুষ সমাজে আছেন ভেবে গর্ব হবে। কোনও সুপারিশ ছাড়াই তাঁরা স্বীকৃতি পাচ্ছেন দেখে স্বাভাবিকভাবেই গর্ব হবে।’ আরও বলেছেন, এ বছর পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে আছেন কেরলের আদিবাসী মহিলা লক্ষীকুট্টি। যিনি আয়ুর্বেদিক ঔষধ তৈরি করেন। আইটিটি কানপুরের প্রাক্তনী অরবিন্দ গুপ্তও পদ্ম পুরস্কার পেয়েছেন। তিনি ফেলে দেওয়া জিনিসপত্র থেকে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করছেন। এই পুরস্কারের বাইরে গিয়ে যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন, তাঁদের স্বীকৃতি দেওয়া উচিত সমাজের।