মুম্বাই এ এমআরআই মেশিনে আটকে যুবকের মৃত্যু

এমআরআই মেশনে আটকে মৃত্যু হয় এক যুবকের ঘটনাটি ঘটে মুম্বাইয়ের নায়ার হাসপাতালে ।জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজেশ মারু। মায়ের এমআরআই করতে রাজেশ শনিবার হাসপাতালে যান। চিকিৎসক তার মাকে এমআরআই করতে বলেছিলেন। রাজেশের পরিবারের অভিযোগ হাসপাতালের এক ওয়ার্ড বয় রাজেশকে অক্সিজেন সিলিন্ডার এমআরআই রুমে নিয়ে যেতে বলেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘরে ঢোকা মাত্রই এমআরআই মেশিনটি তাকে ভিতরে টেনে নেয়। রাজেশের হাত মেশিনে আটকে যায়। চিৎকার শুনে হাসপাতাল কর্মীরা ছুটে এসে মাশিন বন্ধ করে। ট্রমা সেন্টারে ভর্তি করা হয় গুরুতর অসুস্থ রাজেশকে। কিন্তু তাকে বাঁচান যায়নি। ধাতব কিছু নয়ে এমআরআই রুমে প্রবেশ করা যায় না। তাহলে কেন ওয়ার্ড বয় রাজেশকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে দিলেন এই নিয়ে উটছে প্রশ্ন। পুলিশ তদন্তে নেমেছে। আত্মিয়দের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য প্রাণ হারায় রাজেশ।