শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের সাফল্যে খুশি হোয়াইট হাউস

News Sundarban.com :
জানুয়ারি ২৭, ২০১৮
news-image

ভারত জায়গা করে নিয়েছে‘অস্ট্রেলিয়া গ্রুপে যা কিনা ভারতের কাছে বড়সড় সাফল্য। আগামিদিনে দেশে উন্ন্ত ধরণের প্রযুক্তি পেতে গ্রুপে ভার‍ত জ্ন্য সুবিধা হবে। ভারতের এই সাফল্যে খুশি হোয়াইট হাউস। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হেদার ন্যুআর্ট এক বিবৃতিতে বলেন, ‘অস্ট্রেলিয়া গ্রুপ’-এ নতুন সদস্যকে স্বাগত। ভারত আমেরিকার গুরুত্বপূর্ণ শরিক। অস্ট্রেলিয়া গ্রুপ হল একটি মাধ্যম, যেখানে বিভিন্ন দেশের মধ্যে অস্ত্র, প্রযুক্তি আদান-প্রদান করা সম্ভব হয়। বিশেষত জঙ্গিদের কেমিক্যাল বা বায়োলজিক্যাল অস্ত্র ঠেকাতে নতুন প্রযুক্তি পাওয়া সহজ হবে। ভারত বর্তমানে ‘মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম’, ‘দ্য ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট’-এর সদস্য। এবার অস্ট্রেলিয়া গ্রুপের সদস্যও হয়ে গেল ভারত। এবার শুধুমাত্র এনএসজি বা নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের সদস্য হওয়া বাকি। চিনের বাধাতেই এই গ্রুপে সদস্য হতে পারছে না ভারত। অস্ট্রেলিয়া গ্রুপ হল একটি গ্রুপ যার মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অস্ত্র, প্রযুক্তি আদান-প্রদান করা সম্ভব হয়। বিশেষত জঙ্গিদের কেমিক্যাল বা বায়োলজিক্যাল অস্ত্র ঠেকাতে নতুন প্রযুক্তি পাওয়া সহজ হবে। গত ডিসেম্বরে ‘দ্য ওয়াসেনার অ্যারেঞ্জমেন্ট’ গ্রুপে এন্ট্রি পায় ভারত।
অন্যদিকে, এনএসজির সদস্য হওয়ার দাবি জানিয়েছিল ভারত আগেই৷ ভারতের এনএসজির অন্তর্ভুক্তি নিয়ে সমর্থন জানিয়ে আরও একবার ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা৷ আমেরিকার রাষ্ট্রদূত জাস্টার সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত একটি অত্যন্ত শক্তিশালী দেশ৷ ভারত এবং আমেরিকা দুই দেশের জনগণের জন্য এই এলাকাটি বিশেষ গুরুত্বপূর্ণ৷ দুই দেশেরই একটি উন্মুক্ত ক্ষেত্র থাকবে যেখানে দুই দেশরই গণতান্ত্রিক নীতি এবং আইন প্রতিফলিত হবে৷